
সিলেট শহরতলির শাহপরান থানা এলাকার মীর মহল্লায় সৎ ভাইয়ের দা’’য়ে’র ‘কো’’পে মা ও বোনের মৃ'’’ত্যু’র পর আ’হ’’ত তাহসান আহম'দও (৭) মা’’রা গেছে।








শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) ভোরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার ‘মৃ'”ত্যু হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন শাহপরান থানার ভারপ্রা'প্ত কর্মক'র্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান।
তিনি বলেন, ওই এলাকার আবদাল হোসেন বুলবুলের ছেলে আবাদ হোসেনের দা’’য়ে’র ‘কো’’পে সৎ মা রুবিয়া বেগম ও সৎ বোন মাহা ঘটনাস্থলেই ‘মা’’রা যায়। তার সৎ ভাই তাহসান আহম'দকে গু'’’রুত’র অবস্থায় হাসপাতালে ভ’র্তি করা হলে ভোরে সেও ‘মা’’রা যায়।








ঘটনার পর পুলিশ আবাদ হোসেনকে আ’’ট’ক করেছে। পুলিশ জানায়, আ’ট’ক আবাদের বাবা বিআইডিসি এলাকার মুদি দোকানি। আবাদ চার মাস আগে সৎ মায়ের সংসারে এসেছে বাবাকে কাজে সহযোগিতা করার জন্য।
Leave a Reply