
বরিশাল নগরীতে বিকাশ প্র’তারক চক্রের খ’প্পরে পড়ে ২৫ হাজার ৫০০ টাকা খুইয়েছেন এক কলেজছাত্রী।উপবৃত্তির পাওনা টাকা পরিশোধ করার কথা বলে অ'ভিনব প’ন্থায় চ’ক্রটি ওই শিক্ষার্থীর টাকা হাতিয়ে নিয়েছেন বলে অ'ভিযোগ করা হয়েছে।








গত শনিবার সকালে বরিশাল নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের আমিরকুটির এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেছেন প্র’তারণার শিকার নদিয়া আক্তার নামের ওই কলেজছাত্রী।
তিনি পটুয়াখালীর দুমকি উপজে'লার পা'ঙ্গাসিয়া গ্রামের আলমগির হোসেনের মেয়ে এবং দুমকি জনতা কলেজের বিবিএস তৃতীয় বর্ষের ছাত্রী।নাদিয়া নগরীর আমির কুটির এলাকায় বসবাস করেন। জিডিতে ভুক্তভোগী কলেজছাত্রী উল্লেখ করেন, বিকাশ প্রতারক চক্রটির স'ঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো প্র’তারক চ’ক্রের স’ম্পৃক্ততা থাকতে পারে।








কলেজছাত্রী জানান, তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষা বর্ষের ছাত্রী। তিনিসহ তাদের বর্ষের কিছু শিক্ষার্থী গত দুই বছর ধরে উপবৃত্তির টাকা পাচ্ছেন না।হঠাৎ গত শনিবার সকাল ১০টার দিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কর্মক'র্তা পরিচয় দিয়ে এক ব্যক্তি (যার ফোন নম্বর- ০১৮২৮-৫৮৮৪৯৬ এবং ০১৮৮৮-৫৩৩৯৯১) দুই দফা ফোন করেন।এ সময় শিক্ষা কর্মক'র্তা পরিচয় দেওয়া ব্যক্তি কলেজছাত্রীর নাম-রোল এবং রেজিস্ট্রেশন নম্বর জানিয়ে তার পাওনা দুই বছরের উপবৃত্তির টাকা পরিশোধ করা হবে বলে জানান। এ জন্য তাকে ২৫ হাজার ৫০০ টাকা বিকাশের মাধ্যমে পাঠাতে বলেন।
ওই ছাত্রী জিডিতে আরও উল্লেখ করেন, ওই টাকা পাঠালে তিনি দুই বছরের ১০ হাজার ২০০ টাকাসহ মোট ৩৫ হাজার ৭০০ টাকা পাবেন বলে জানানো হয়। ওই টাকা পাওয়ার জন্য তাকে একটি গো’পন নম্বর (২৫৫০০) দেন ওই প্রতার'শিক্ষা কর্মক'র্তা পরিচয় দেওয়া ব্যক্তির কথামতো বিকাশ এজেন্টের কাছে গিয়ে গো'পন নম্বর টিপে ০১৮৫২-৮৮৩৬৬৪ ডায়েল করা মাত্রই এজেন্টের একাউ’ন্ট থেকে ২৫ হাজার ৫০০ টাকা কে'টে নেওয়া হয়








ভুক্তভোগী ছাত্রী বলেন, ‘টাকা পাঠানোর পর থেকেই প্র’তারক চক্রের মোবাইল নম্বর দুটি ব’ন্ধ হয়ে যায়। একাধিকবার কল দেওয়ার পরেও যখন নম্বরটি বন্ধ পাই তখন আমি বুঝতে পারি প্র’তারণার শিকার হয়েছি।’ এই বি'ষয়ে সুষ্ঠু ত'দন্ত করে অ’পরাধীদের গ্রে''প্ত ারের দাবি জানান ওই ছাত্রী।
কোতোয়ালী মডেল থানার পরিদর্শক (ত'দন্ত) মো. নুরুল ইসলাম ওই ছাত্রীর জিডির বি'ষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘এরই মধ্যে ঘটনাটির তদ’ন্ত শুরু করা হয়েছে।ডিজিটাল প্রযু’ক্তি ব্যবহার করে প্র’তারক চক্র’টি শ’নাক্তের চেষ্টা চলছে। অচিরেই চ’ক্রটিকে শনাক্ত করে আ’ইনে নিয়ে আসতে পারবো।’
Leave a Reply