
চতুর্থ ধাপে পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে ১৪ ফেব্রুয়ারি। নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্রে ব্যালট পেপার পাঠানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।








শুক্রবার (১২ ফেব্রুয়ারি) ইসির নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয় শাখার সিনিয়র সহকারী সচিব মোহা'ম্ম'দ মোরশেদ আলম স্বাক্ষরিত বিজ্ঞ'প্ত িতে এই নির্দেশনা দেয়া হয়।
বিজ্ঞ'প্ত িতে বলা হয়, ২৫টি পৌরসভায় আগামী ১৪ ফেব্রুয়ারি ব্যালট পেপারের মাধ্যমে চতুর্থ ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার স্বার্থে ভোটগ্রহণের দিন সকালে ব্যালট পেপার পৌঁছানোর বি'ষয়ে নির্বাচন কমিশন নির্দেশনা দিয়েছে।








এ বি'ষয়ে ইসি’র যুগ্মসচিব এসএম আসাদুজ্জামান বলেন, ‘চতুর্থ ধাপে মোট ৫৬ পৌরসভায় ভোটগ্রহণ হবে। এর মধ্যে ২৫টি পৌরসভায় ব্যালট পেপারের মাধ্যমে আর বাকিগু'লো ইভিএমে হবে। ইভিএম ব্যবস্থাপনার জন্য জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) কর্মক'র্তারা সরেজমিন উপস্থিত থেকে ভোটগ্রহণের প্রয়োজনীয় কারিগরি সহায়তা দেবে। এাছাড়া ভোটকেন্দ্রে ভোটগ্রহণ প্র'শিক্ষণের জন্য প্রয়োজনীয় ইভিএম কাস্টমাইজেশনসহ নির্বাচন উপযোগী করে রিটার্নিং অফিসারের কাছে হস্তান্তর করা হবে।’
যুগ্ম সচিব বলেন, ‘চতুর্থ ধাপের পৌর নির্বাচনে সংশ্লিষ্ট জে'লা নির্বাচন কর্মক'র্তা অথবা জ্যেষ্ঠ জে'লা নির্বাচন কর্মক'র্তা অথবা বিশেষে অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মক'র্তা ও অতিরিক্ত জে'লা নির্বাচন কর্মক'র্তাকে রিটার্নিং অফিসার নিয়োগ করা হয়েছে। তবে কয়েকটি পৌরসভায় অতিরিক্ত জে'লা প্রশাসক (সার্বিক) এবং উপজে'লা নির্বাহী কর্মক'র্তাকে রিটার্নিং অফিসার নিয়োগ করা হয়েছে। একইস'ঙ্গে সংশ্লিষ্ট উপজে'লা নির্বাচন কর্মক'র্তাকে সহকারী রিটার্নিং অফিসার হিসেবেও নিয়োগ দেওয়া হয়েছে। এদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।’








এই কর্মক'র্তা আরো বলেন, ‘গত ৩ জানুয়ারি চতুর্থ ধাপে ৫৬টি পৌরসভার নির্বাচনের তফসিল দেয় ইসি। পরে এ ধাপে আরও দুটি পৌরসভা যুক্ত করায় মোট ৫৮টি পৌরসভায় ভোটগ্রহণ করা হবে।’
যে ২৫ পৌরসভায় ব্যালটে ভোট








ঠাকুরগাঁওয়ের রানীশংকাইল, রাজশাহীর নওহাটা, তানোর ও তাহেরপুর, লালমনিরহাটের পাটগ্রাম, নরসিংদী পৌরসভা, রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভা, বরিশালের বানরীপাড়া, শেরপুরের শ্রীবরদী, নাটোরের বড়াইগ্রাম ও নাটোর, খাগড়াছড়ির মাটিরা'ঙ্গা, চট্টগ্রামের সাতকানিয়া ও চন্দাইশ, কিশোরগঞ্জের হোসেনপুর ও করিমগঞ্জ, টা'ঙ্গাইলের কালিহাতী, চুয়াডা'ঙ্গার জীবননগর, চাঁদপুরের ফরিদগঞ্জ, যশোরের বাঘারপাড়া, শরীয়তপুরের ডাম্যুডা, জামালপুরের মেলান্দহ, জয়পুরহাটের কালাই, ফরিদপুরের নগরকান্দা ও সিলেটের কানাইঘাট।
Leave a Reply